হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অ্যানেসথেসিয়ার চিকিৎসক না হয়েও অ্যানেসথেসিয়া প্রয়োগ, অন্তঃসত্ত্বার মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে অ্যানেসথেসিয়ার চিকিৎসক না হয়েও অ্যানেসথেসিয়া প্রয়োগ করায় এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহরের মঈন উদ্দিন মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনেরা। 

মৃত নিলুফা ইয়াসমিন (২৫) উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শামসুল হোসেনের মেয়ে। 

নিলুফা ইয়াসমিনের স্বামী পল্লি চিকিৎসক মো. রুবেল হোসাইন জানান, মঙ্গলবার দুপুরে নিলুফা ইয়াসমিনের প্রসববেদনা শুরু হলে সিরাজগঞ্জ শহরের বগুড়া বাসস্ট্যান্ড এলাকার বেসরকারি হাসপাতাল মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালের মালিক ডা. আব্দুল আজিজ সরকার রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে জানান, রোগী সিজারের জন্য পুরোপুরি সুস্থ আছেন। এরপর সন্ধ্যা ৭টায় নিলুফাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এ সময় অ্যানেসথেসিয়ার চিকিৎসক না হয়েও নার্সদের সহযোগিতায় নিলুফা ইয়াসমিনকে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন ডা. আব্দুল আজিজের ছোট ভাই আব্দুর রাজ্জাক। এতেই নিলুফার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রুবেল। 

তবে অভিযোগ অস্বীকার করে মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, `পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।' 

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় আজকের পত্রিকাকে বলেন, `বিষয়টি আমি অবগত আছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ওই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। 

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু