হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

৪০ লাখ টাকার হেরোইনসহ কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাদকবিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা ৪০৫ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

আটক মামুনুর রশীদ রাজশাহী জেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়ার সলঙ্গায় র‍্যাব-১২ হেডকোয়ার্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। সেই সঙ্গে তাঁর কাছ থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০৫ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জেনেছে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারিকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩