ভোট বর্জন করায় ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে শহরের ধানবান্ধি, আমলাপাড়া, কালীবাড়ি মহল্লা ও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় এই লিফলেট বিতরণ করে দলটি।
এতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান নেতৃত্ব দেন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।