হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সিএনজি-লরির সংঘর্ষে দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরি ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন সিএনজি চালক আবদুল হাই। তিনি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে। 

এ সময় মিজান নামের এক সিএনজির যাত্রী আহত হয়েছেন। তাঁকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি শহীদ পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আশিকুর রহমান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ডমুখী একটি সিএনজি পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শহীদ পাম্পের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্যাংকলড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই সিএনজি আবদুল হাইসহ দুজন নিহত হন। আহত হন মিজান নামে এক সিএনজিযাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ও আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু