সদ্য ঘোষিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির আংশিক কমিটি থেকে সাত নেতা পদত্যাগ করেছেন। যোগ্যদের দিয়ে কমিটি গঠিত হয়নি—এমন কারণ দেখিয়ে গত ৪ ফেব্রুয়ারি তাঁরা পদত্যাগ করেন। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
এ নিয়ে তানভীর মাহমুদ পলাশ বলেন, ‘গত ৪ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সাত নেতা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে।’
পদত্যাগ করা নেতারা হলেন, চৌহালী উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহার মৌলভী, সহসভাপতি বাবুল সরকার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, সদস্য ইউনুস শিকদার, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, আব্দুল আলিম, আহসান হাবিব দুলাল।
গত ১৪ জানুয়ারি জাহিদ মোল্লাকে সভাপতি ও কারি মো. ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চৌহালী উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।