হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্মরণ সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী সরকারের চরিত্র জনগণ বুঝে গেছে। নানা অনিয়ম-দুর্নীতি করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পৃথিবীর কোনো দেশ তাঁকে আর আশ্রয় দিচ্ছে না।’

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। আওয়ামী লীগ সরকার চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট, এটার পরিচয় পাওয়া গেছে।’

সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহসভাপতি মো. মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ ম রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, মো. লিয়াকত খান, যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক