হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্রসহ দুই যুবক আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

আটক দুই যুবক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রীছাউনির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাঁদের আটক করে।

আটক দুই যুবক হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) এবং বেলকুচি উপজেলার শান্তার মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজীব (২২)।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই নাজমুল হক আজকের পত্রিকাকে জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সরকারি চাল কালোবাজারি, আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার

মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সিরাজগঞ্জে নতুন কমিটিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জে খালে ভাসছিল বৃদ্ধের লাশ

থানায় কর্মরত অবস্থায় অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

জামায়াত মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছে: টুকু

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, যুবদল নেতা স্বামী পলাতক