হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কৃষকের সবজিখেতে আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের সবজিখেতের জায়গা দখল করে দলের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা সেলিম রেজা। ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে। 

ভুক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রায় ১২ বছর আগে বেলাল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। সেখানে বর্তমানে সবজির চাষাবাদ করেছেন। গত রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শ্রীকৃষ্ণপুর গ্রামে স্থানীয় আওয়ামী নেতা সেলিম রেজা ও তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন জোর করে ওই সবজি বাগানে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেন। প্রতিবাদ করতে গেলে তাঁরা সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রীকে মারধর করেন ও হুমকি দেন।

সাইনবোর্ড টাঙানোর কথা স্বীকার করে অভিযুক্ত সেলিম রেজা বলেন, ‘ওই জমির পাশেই ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সিদ্দিকুর রহমানের নিজস্ব জমি বাদে যেটুকু সরকারি খাসজমি রয়েছে, সেখানেই সাইনবোর্ড লাগানো হয়েছে।’

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলন চন্দ্র বসাক বলেন, ‘আমার জানামতে রাস্তার পাশের ওই জমিতে মাটি ভরাট করে সিদ্দিকুর দীর্ঘদিন ধরে সবজির আবাদ করছেন। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে আমি শুনেছি। সভাপতি হলেও বিষয়টি আমাকে জানানো হয়নি। তাঁরা তাঁদের ইচ্ছেমতো সেখানে সাইনবোর্ড ললাগিয়েছেন।’

তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বলেন, সাইনবোর্ড লাগানোর বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। রেজাউল করিম বলেন, ‘সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাঁরা এ ধরনের কাজ করেছেন, তাঁরা অতি উৎসাহী হয়ে করেছেন। সাইনবোর্ড লাগানো দলীয় কোনো সিদ্ধান্তে করা হয়নি।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে একটা সমাধান করা হবে।’

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, ‘সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩