সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৮টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী বেলকুচি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন রুবেল। শনিবার রাতে পুকুরপাড়ে বসে ছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা রুবেলের ওপর হামলা করে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুকুরপাড়ে ফেলে চলে যায়। স্থানীয়রা রুবেলকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। তাঁর অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে দুর্বৃত্তের হাতে রুবেল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি আমরা ক্ষতিয়ে দেখছি।’
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মরিয়ম খাতুন বলেন, ‘রাতে অপরিচিত এক ছেলে আমার কাছে এসে ব্যান্ডেজের গজ চায়। আমি তাঁকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন সে আমাকে বলে, কারা যেন রুবেলকে কুপিয়ে ফেলে রেখে গেছে। এই কথা শোনার পর আমার সহকর্মীকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়ে দেখি রুবেল মারাত্মকভাবে জখম হয়ে পুকুরপাড়ে পড়ে আছে। তাঁর অবস্থার অবনতি দেখে তাঁকে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’