হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ আসামি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

কফিল উদ্দিন ও এনামুল হক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন।

এ ঘটনায় ওই শিল্পী বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হকসহ (২৫) অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩