হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় পানিতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশু সামিউল ইসলামের (০৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার বেলা ১২ টার দিকে বড়হরের বাঁশ হাটা ঘাটে করতোয়া নদীতে নানির সঙ্গে করতোয়া নদীতে নেমে ডুবে যায় সামিউল।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। 

মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে সামিউল নানির সঙ্গে পাশের বাঁশ হাটা ঘাটে গোসল করতে যায়। নানি তাকে উপড়ে রেখে নদীতে নামেন। একসময় নানির অলক্ষ্যে সামিউলও নদীতে নেমে ডুবে যায়। এ সময় নানি চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে নেমে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে আনা ফায়ার সার্ভিসকে ডুবুরি দল বিকেল ৫টার দিকে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ সামিউলের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক