হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিএনপি নেতাকে হাতুড়িপেটা, জামায়াত নেতা রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

জামায়াত নেতা হাফিজুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উল্লাপাড়া পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতার ওপর হামলাকারীদের শনাক্ত ও হামলায় ব্যবহৃত অস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরকদ্রব্য পদার্থ কীভাবে আনা হয়েছে তা বের করা প্রয়োজন। এ জন্য আসামি হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মাহমুদ বলেন, বিএনপি নেতার ওপর হামলার ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কীভাবে আনা হয়েছে তা বের করা দরকার। এ জন্য জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

আহত বিএনপি নেতা আজাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব।

১৮ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলার সলপ এলাকা থেকে জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা