হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

বেলকুচিতে বেসরকারি হাসপাতাল অভিযান চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   

আজ রোববার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বেলকুচি পৌর চালা এলাকায় ঢাকা জেনারেল হাসপাতালে ১ লাখ টাকা, মুকুন্দগাঁতী এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে সিভিল সার্ভিস অফিসের চিকিৎসক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, এনএসআই-এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ও সিনিয়র অডিট অফিসার আব্দুর কাইয়ুম, উপপরিচালক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া জানান, পরীক্ষার ফি বেশি রাখা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও স্যালাইন পাওয়া, ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তাঁরা আরও জানান, অনুমোদনহীন সব ধরনের ল্যাব, ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা