সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাবেক সভাপতি নূর কায়েম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম আরও জানান, নূর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার ওয়ারেন্ট আছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, নূর কায়েম সবুজকে যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে সবই রাজনৈতিক মামলা। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি করছি।