হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কারা হেফাজতে ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নূর ইসলাম (৫৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি কারা হেফাজতে মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সহকারী সার্জন মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, কারাগারে আসার পর থেকেই নূর ইসলাম হাইপার টেনশনে ভুগছিলেন। আজ দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মারা যান। উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কাজীপুর থানায় দায়ের করা একটি ধর্ষণচেষ্টা মামলায় ২০২২ সালের ১৫ অক্টোবর নূর ইসলামকে কারাগারে পাঠান আদালত। আজ রোববার দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।’

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু