হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা, যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা ও তাঁর বাবাকে মারপিট করার অভিযোগে সাজু মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সাজু মিয়া কাজীপুর উপজেলার বেলতৈল গ্রামের সাহেব আলীর ছেলে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেপ্তারকৃত সাজু মিয়া বেলতৈল গ্রামের এক স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। এমনকি ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করতেন সাজু। এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা প্রতিবাদ করলে সাজু তাঁর ওপর হামলা চালিয়ে আহত করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা গত শুক্রবার থানায় মামলা দায়ের করলে বিকেলে সাজুকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক