হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ইকোপার্কে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ডিপ্লোমা প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ঢেকুরিয়া এলাকায় নির্মাণাধীন ইকোপার্কে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। 

জানা যায়, নিহত প্রকৌশলী পিয়াল হাওলাদার (২৩) বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াল তাজওয়া টেস্ট সিস্টেম অ্যান্ড চৌধুরী কোম্পানির প্রকৌশলী হিসেবে ঢেকুরিয়া ইকোপার্কে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। পিয়ালের বাবা কালাম হাওলাদার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের লিফটম্যান হিসেবে কর্মরত।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী হায়দার আলী জানান, গত তিন মাস ধরে ইকোপার্কের ব্লক তৈরির কাজ বন্ধ ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল তদারকির জন্য পিয়াল সেখানে অবস্থান করছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইকোপার্কের ব্লক নির্মাণ সাইটের রাঁধুনি পিয়ালকে গতকাল সোমবার রাতে খাবার দিতে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখেন পিয়াল ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। 

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত