সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রোববার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় রাত সাড়ে ১১টার দিকে জুবলী বাগান মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তানভীর মাহমুদ পলাশকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবির ওসি জুলহাজ উদ্দীন।