হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

হাঁস বিক্রি করে ফ্রান্সের ২ কিলোমিটার পতাকা বানিয়েছেন চঞ্চল 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে খামারের হাঁস বিক্রি করে ফ্রান্সের ২ কিলোমিটার পতাকা টানিয়ে তাক লাগিয়েছেন দরিদ্র কৃষক তৌহিদুল ইসলাম চঞ্চল। বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কৃষক তৌহিদুল ইসলাম চঞ্চল উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাস নীলি গ্রামের হাজি মোসলেম সরদারের ছেলে। 

বাংলাদেশে সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনার দর্শক বেশি হলেও এবার ফ্রান্সের দুই কিলোমিটার পতাকা বানিয়ে তাক লাগালেন তৌহিদুল ইসলাম চঞ্চল। 

তৌহিদুল ইসলাম চঞ্চল জানান, ‘আমি ছোট বেলা থেকে ফ্রান্সের ফুটবল দলের সমর্থক। তাই প্রতি বিশ্বকাপ খেলার সময় পতাকা টানিয়ে দলের প্রতি সমর্থন জানাই। গত বিশ্বকাপে দেড় কিলোমিটার পতাকা টানিয়েছিলাম। এ বছর আমার একমাত্র উপার্জনের পথ খামারের হাঁস বিক্রি করে প্রায় ৯০ হাজার টাকা ব্যয়ে দুই কিলোমিটার ফ্রান্সের পতাকা বানিয়ে টানিয়েছি। আগামীতে চেষ্টা করব আরও বড় বানাতে। 
 
স্থানীয় বাসিন্দা আলহাজ আলী রনি জানান, তৌহিদুল ইসলাম চঞ্চল একজন দরিদ্র কৃষক। এর পরেও রয়েছে ফুটবলের প্রতি একনিষ্ঠ ভালোবাসা। প্রিয় দলের পতাকা বানাতে গিয়ে বিক্রি করতে হয়েছে নিজের খামারের হাঁস। সে গরিব মানুষ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা তাকে মুগ্ধ করে। প্রতিবছরই পতাকার দৈর্ঘ্য বাড়ে। গত বছর তিনি দেড় কিলোমিটার পতাকা টানিয়েছিলেন। 

উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু সরকার জানান, চঞ্চল প্রতি বিশ্বকাপেই ফ্রান্সের পতাকা বানান। এ বছরও দুই কিলোমিটার পতাকা টানিয়েছেন।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু