সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানের এক হেলপার (২০) নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, আজ দুপুরে ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিল। বাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকার পৌঁছে একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান উলটে হেলপার নিহত হন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন।