হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত ১

সিরাজগঞ্জ, প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়বিল এলাকায় অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্ত কানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ট্রাকচালক কিরণ মৃধা (২৮) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত দুলু শেখের ছেলে ট্রাকের মিস্ত্রি জাহাঙ্গীর আলম (৪৭)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রাতে নাটোর জেলার গুরুদাসপুর থেকে একটি মিনি ট্রাক মাছ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মিনি ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়বিল নামক স্থানে পৌঁছালে বিকল হয়ে পড়ে। পরে মিনি ট্রাকের চালক ট্রাকটি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে এনে দুজনে মিলে মহাসড়কের পাশে ট্রাকটি মেরামত করতে থাকেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহন তাঁদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু