হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কাঁচা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘদিন ধরে অবহেলিত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় হাঁটুসমান কাদা। চলাচলে চরম দুর্ভোগে এলাকাবাসী। ক্ষোভ জানিয়ে রাস্তায় ধানের চারা রোপণ করেছেন তাঁরা।

আজ সোমবার (৪ আগস্ট) সকালে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রামে রাস্তায় ধানের চারা রোপণ করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি শিলংদহ থেকে গুড়মা পর্যন্ত বিস্তৃত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও রাস্তাটি এখনো পাকা হয়নি। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে কাদা মাড়াতে হয়। জরুরি গাড়ি, এমনকি মরদেহ দাফনে গোরস্তানে নিতেও ভোগান্তি পোহাতে হয়।

এই রাস্তা দিয়েই শিলংদহ গ্রামের কৃষকেরা হাজার হাজার একর জমির ফসল বাজারজাত করেন। তবে কাঁচা রাস্তায় পরিবহন ব্যাহত হওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো ফল হয়নি। বর্ষায় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

আব্দুল হান্নান নামের আরেকজন বলেন, রাস্তাটি ক্ষীরশীন থেকে শিলংদহ হয়ে গুড়মা পর্যন্ত। প্রতিবছর বৃষ্টিতে কাদা-পানিতে মানুষ বিপাকে পড়েন। শিক্ষার্থী ও রোগীদের চলাচল চরম কষ্টকর হয়ে ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা রাস্তা পাকাকরণের কাজ শুরু করব।’

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩