সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গালা ইউনিয়নের ভেরাকোলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহর আলী, আব্দুস সোবহান, মানিক মিয়া, রিপন সরদার, নুরুল ইসলাম সরদার, রবিউল ইসলাম, টুটুল সরদার (৩৮), ময়লাল হক, মো. আবু হানিফ, বোচন মিয়া ও রেজাউল করিম (৪৩)।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার্স ইনচার্জ শাহীদ মাহমুদ খান জানান, ২০১৮ সালের একটি এজাহার মামলায় (জিআর) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তাঁরা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।