হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর-বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছিল। এরই জের ধরে আজ আবার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলামের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কাজ করছেন।

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার