সিরাজগঞ্জের কাজীপুরে ওয়াজ মাহফিলে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবাহান (৪০) বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাটের মৃত আফছার আলীর ছেলে। আব্দুস সোবাহান ধুনটের ফকিরপাড়া ইসমাইল হোসেন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে কাজীপুরের সোনামুখীর একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলছিল। আব্দুস সোবহান মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে মাহফিলের উদ্দেশে রওনা দেন। পথে সোনামুখী-ধুনট মহাসড়কের পাইকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুস সোবহানের মৃত্যু হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।