হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঘর থেকে ডেকে নেওয়া স্কুলছাত্রের লাশ মিলল সেচপাম্পের ঘরে

সিরাজগঞ্জ প্রতিনিধি

ওয়াজে যাওয়ার কথা বলে ঘর থেকে ডেকে নেওয়া স্কুলছাত্র আবু বকর আনন্দের (১২) লাশ পাওয়া গেল পাশের সেচপাম্পের ঘরে। গতকাল বৃহস্পতিবার রাতে ডেকে নেওয়ার পর আজ শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আবু বকর আনন্দ গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে চর চিলগাছা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহত স্কুলছাত্রের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে তার বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে আমার ভাড়া নেওয়া সেচপাম্প ঘরের মধ্যে আনন্দের মরদেহ দেখে স্থানীয় কৃষকেরা বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের মধ্যে লাশ পড়ে আছে।’

সদর থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে, অণ্ডকোষও রক্তাক্ত। হত্যার আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুমন কুমার দাস আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩