হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার কৈজুড়ী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও ১০ জন আহত হয়েছেন। 

নিহত দুলাল মল্লিক (৫৫) ঠুটিয়া গ্রামের বাসিন্দা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত ব্যক্তিদের মধ্যে খোকন সরদার, রফিক সরদার, রজব আলী সরদার ও ইউসুব সরদারকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

কৈজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, চরের জমি নিয়ে ঠুটিয়া গ্রামের ইসলাম মল্লিক ও শুকুর ব্যাপারীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমির সীমানাপ্রাচীর নির্ধারণ করার জন্য উভয় পক্ষ আজ বৈঠকে বসে। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। 

হাসপাতালে আহত খোকন সরদার অভিযোগ করে বলেন, ‘চরের জমির সীমানা নিয়ে কৈজুড়ী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের উপস্থিতিতে বৈঠক বসে। এ সময় শুকুর ব্যাপারীর লোকজন লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় ইসলাম মল্লিকের পক্ষের দুলাল মল্লিক নিহত এবং অন্তত ১০ জন আহত হন। হামলাকারীরা দোকানপাট ভাঙচুর ও গরু লুট করে নিয়ে যায়।’ 

এ বিষয়ে কৈজুড়ী ইউপি চেয়ারম্যান বলেন, ‘জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগে সালিস হয়েছে। আজ শনিবার আমরা জমি নিয়ে মীমাংসার জন্য বৈঠকে বসেছিলাম। তাঁদের কথাবার্তা শুনেছি। বৈঠক শেষে আমরা চলে আসার পর খবর পেলাম উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। একজন মারাও গেছেন।’ 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় আনা হয়েছে। আগামীকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩