হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতা বহিষ্কার, কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সিরাজগঞ্জে বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক  নুরুল ইসলাম মাষ্টার, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি বাবুল সরকার, সদস্য ইউনুছ শিকদার। 

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচনী প্রচরে অংশ নিয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে এমন অভিযোগ করা হয়েছিল। 

তবে অভিযোগ অস্বীকার করে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–প্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বহিষ্কার করেছে। গত শুক্রবার আমার নেতৃত্বে বেলকুচিতে লিফলেট বিতরণ করা হয়। বরং আলীমকে ২৮ ডিসেম্বরের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে আছেন। তিনি এই এলাকায় বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছেন। দলের কোনো নেতা–কর্মী তাঁর সঙ্গে নাই। যারা আন্দোলনে মাঠে রয়েছে তাঁদের বহিষ্কার করতে আলীম উঠেপড়ে লেগেছে।’ 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, ‘বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করার বিষয় ফেসবুকে পাওয়া প্রেস রিলিজের মাধ্যমে আমি জেনেছি।’

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক