হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সেই দম্পতিকে গরু উপহার দিল জেলা প্রশাসন

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অভাবের সংসারে এক মুঠো ভাত জোগাতে বৃদ্ধ বয়সেও জীবনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আবদুল খালেক প্রামাণিক ও তাঁর স্ত্রী রাহালা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামের এই দম্পতিকে একটানা আট ঘণ্টা ঘানি টানতে হয়। তাঁদের মানবেতর জীবন-যাপন নিয়ে গত ২১ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইনে 'ঘানি না টানলে সংসার চলে না বৃদ্ধ দম্পতির' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে গতকাল সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতিকে ঘানি টানার জন্য একটি গরু উপহার দেওয়া হয়েছে। 

জানা গেছে, বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন-যাপনের বিষয়টি জানতে পেরে বৃদ্ধ দম্পতির ঘানি টানা পরিদর্শন করতে যান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদকে জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধ দম্পতির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গরু উপহার দেওয়ার কথা বলেন। 

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, 'এই পত্রিকার অনলাইনে সংবাদটি পড়ে আমি খুব কষ্ট পেয়েছি। অনুভব করেছিলাম তাঁদের জন্য কিছু করা যায় কিনা। পরিদর্শন করে সংবাদের সত্যতা পেয়েছি। পরে ডিসি স্যারকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে একটি গরু কিনে দেওয়ার ঘোষণা দিতে বলেন। আব্দুল খালেকের হাতে গরুটি তুলে দিতে পরে খুব ভালো লাগছে।' 
 

জাহিদ হাসান সিদ্দিকী আরও বলেন, 'এরপরও যদি ওই দম্পতির কোন সমস্যা হয় আমাদের জানালে সহায়তার হাত বাড়িয়ে দেব।' 

গরু উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুল খালেক বলেন, 'আমার আর ঘাড়ে জোয়াল বাঁইধা ঘানি টানতে হইব না। আমার পরিবারের কাউকেই আর ঘানি টাইনতে হইব না। ডিসি স্যার আমাকে গরু দিছে। অনেক খুশি হইসি। ইউএনও স্যার আমার বাড়িতে যায়া আমার কষ্ট দেখছে। পরে গরু কিনা দিসে।' 

আব্দুল খালেক আরও বলেন, 'আমি সাংবাদিক আর ওই পত্রিকার জন্য দোয়া করি। তাঁরা বড় হোক।'  

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার