হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত-১ 

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিবেশীর রডের আঘাতে আলিম উদ্দিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত আলিম উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত সামসুল হকের ছেলে। 

স্থানীয়রা জানান, গত ১৮ আগস্ট সকালে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পাশের বাড়ির আমিরুল ও মামুন নামের দুজন লোহার রড দিয়ে আলিমের মাথায় সজোরে আঘাত করে। রডের আঘাতে আলিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ আগস্ট) তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ রোববার (২৯ আগস্ট) সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩