হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে যৌন নিপীড়ন চেষ্টা অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

ছাত্রকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক উপজেলার সগুনা ইউনিয়নের মাঝিড়া গ্রামের মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে। 

জানা যায়, গত মঙ্গলবার উপজেলার সান্দুরিয়া কওমী মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবি ওই মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে (১২) রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। পরে ওই ছাত্র সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানায়। অভিভাবকেরা মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের চেষ্টার বিষয়টি মাদ্রাসার কমিটির সদস্যদের অবহিত করেন। যা নিয়ে মাদ্রাসা কমিটির সদস্যরা আলোচনা শেষে বিষয়টির যাচাইয়ের পর এর সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে শনিবার রাতে তাড়াশ থানার এসআই আব্দুস সালাম ঘটনা স্থলে পৌঁছালে এলাকাবাসী ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেন। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক বলেন, রোববার সকালে নির্যাতিত মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩