হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় সবুজ ঘাসে ছেয়ে গেছে গবাদিপশুর চারণভূমি

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবুজ ঘাসে ছেয়ে গেছে প্রতিটি মাঠ। গবাদিপশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে মাঠগুলো। গত ১ মাস আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে করে গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে খামারিদের কপালে। একদিকে পানিতে তলিয়ে যাওয়া কাঁচা ঘাসের সংকট অন্যদিকে খড়, গমের ভুসি, ভুট্টা, খৈলসহ অনন্যা খাদ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়। কিন্তু বর্তমানে বন্যার পানি মাঠ থেকে নেমে যাওয়ায় খামারিরা আবারও গবাদিপশুকে কাঁচা ঘাস খাওয়াতে শুরু করায় স্বস্তি ফিরেছে। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মাঠে খামারি আব্দুর রহিম মনের আনন্দে তাঁর গবাদিপশুগুলোকে মাঠের ঘাস খাওয়াচ্ছেন। বন্যার পানিতে মাঠ তলিয়ে যাওয়ায় গরু লালন পালন করা খুব কষ্ট হয়ে পড়েছিল বলে জানান তিনি। এখন আর মাঠে পানি নেই তাই গরুকে কাঁচা ঘাস খাওয়াতে মাঠে নিয়ে এসেছেন। এতে করে গো-খাদ্যের সংকট অনেক অংশেই কমে গেছে বলে জানান তিনি। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন মুঠোফোনে জানান, উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় তিন হাজার খামার রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এই সকল খামারিরা তাঁদের গবাদিপশুকে অনেক কষ্টে লালন পালন করেছেন। তবে এখন পানি মাঠ থেকে নেমে যাওয়ায় তাঁরা মাঠের কচি ঘাস খাওয়াতে শুরু করেছেন। 

তিনি আরও জানান, রাতে যদি বৃষ্টি হয় পরদিন সকালে কচি ঘাসে সূর্যের আলো পড়লে ওই কচি ঘাসে নাইট্রেট বিষক্রিয়া হতে পারে। সে ক্ষেত্রে ঘাস শুকিয়ে খাওয়ানো ভালো। আর একদম কচি ঘাস খাওয়ানোর চেয়ে বয়স্ক ঘাস খাওয়ানো উচিত।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩