হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকায় সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়ে পুলিশ।

আজ শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকচালক রুস্তম আলী বলেন, ‘শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলাম। ভোরে ট্রাকটি সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে আমি ও আমার সহযোগী রনি ট্রাকটি দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করি।’

রুস্তম আলী আরও বলেন, ‘মেরামতের সময় মুখে মাস্ক পরা কয়েকজন লোক এসে পেট্রল ঢেলে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ভয় দেখায়। ট্রাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা পালিয়ে যায়। এরপর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চলে আসে।’ 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুনে ট্রাকের কেবিন পুড়ে গেছে। 

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় চালক বাদী হয়ে মামলা করতে থানায় এসেছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক