হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিখোঁজের ২ দিন পর নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার রূপপুর করতোয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মনির হোসেন শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরানপাড়া মহল্লার রিকশাচালক মো. হারুন অর রশিদের ছেলে। তিনি শাহজাদপুর মাওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত মনির হোসেনের ফুপাতো ভাই ইমরান হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরের খাওয়া-দাওয়া শেষে বন্ধুদের সঙ্গে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় মনির। এরপর সে ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকায় করে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর আসেনি। তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। দুই দিন সে নিখোঁজ ছিল। আজ (শনিবার) ভোরে মাছ ধরতে গিয়ে জেলেরা তাঁর মরদেহ নদীতে ভাসতে দেখে মনিরের বাড়িতে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

এ ঘটনায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩