হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এনায়েতপুরে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন 

প্রতিনিধি, সিরাজগঞ্জ 

ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধ ভাবে বালু মহাল স্থাপনের প্রতিবাদে সিরাজগঞ্জের রাশেদুল ইসলাম সিরাজ নামের এক চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রাশেদুল এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম জাহিদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ সহ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টার। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনার চরের ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন চেয়ারম্যান। এ ছাড়া গত জুন মাসে তাঁদের ব্যক্তিগত জমিতে বালু মহাল করার জন্য ডিসির কাছে আবেদন করেছেন। তাঁর এই অপতৎপরতা বক্তারা কখনো মেনে নেবেন না বলে জানান। যদি বালু মহালের অনুমতি দেওয়া হয় তবে হাজার হাজার মানুষ লংমার্চ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। 

প্রশাসনের কাছে তাঁদের দাবি তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। তা না হলে যে কোন মূল্যে তার অত্যাচার প্রতিহত করা হবে। এ কর্মসূচিতে চরের ১০ / ১৫টি গ্রামের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করে। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩