হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই মামলায় বিএনপির ৪০০ জন আসামি, গ্রেপ্তার ১১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৩৮৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে বিএনপির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিন দিনে জেলা যুবদলের সভাপতিসহ বিএনপির ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত শনিবার সিরাজগঞ্জে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে হামলার ঘটনাও ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দুটি দায়ের করেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩