হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে শহিদুল ইসলাম কালু (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবুল বাশার মিঞা আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এরানদহ গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে র্যাব-১২ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় খবর আসে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে মাদকদ্রব্য কেনা–বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম কালু ও সুমন মীর নামের দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব তাঁদের আটক করে। পরে শহিদুল ইসলাম কালুর শরীর তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শহিদুল ইসলাম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।