হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ছোট ভাইকে লাঠির আঘাতে হত্যা মামলায় বড় ভাই গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাঠির আঘাতে ছোট ভাইকে হত্যার মামলায় মজনু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আজ সকালে বগুড়া জেলা সদরের তিনমাথা মোড়ে এক ক্লিনিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মৃত আব্দুস সাত্তার মজনু মিয়ার ছোট ভাই। তাঁরা উপজেলার সড়াতৈল গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার মজনু মিয়া নিহত আব্দুস সাত্তারের আপন বড় ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি বণ্টন ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত রোববার দুপুরে তাঁদের মধ্যে জমি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে বড় ভাই মজনু ও ছোট ভাই আব্দুস সাত্তার মারামারিতে জড়িয়ে পরে এবং মজনু তার লাঠি দিয়ে আব্দুস সাত্তারের মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

র‍্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি মজনু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩