হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

একজনের মরদেহ গাছে ঝুলছিল, অপরজনের পড়ে ছিল ইটভাটায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরানদহ ও ভূইয়াগাতী এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একজনের মরদেহ বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলছিল, অপরজনের মরদেহ স্থানীয় ইটভাটায় পড়ে ছিল। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাতি ও নলকা ইউনিয়নের এরান্দহ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ইসলাদিঘর গ্রামের প্রকাশ হালদারের ছেলে প্রসন্ন হালদার (৪৫) ও নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের শফিজ উদ্দিনের ছেলে নুরনবী (৩২)। 

এ বিষয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ‘শুক্রবার সকালে সলঙ্গা থানার ভূইয়াগাতি অচিন্ত্যকুমার তালুকদারের ইটভাটায় প্রসন্ন হালদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

অন্যদিকে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘সকালে নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে নুরনবীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।’ 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ দুটি ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক