হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মসজিদের এসি আবার চালুর নির্দেশ ইউএনওর

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদের মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নামাজের সময় মসজিদের ছয়টি এসি চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল।

আজ বুধবার মসজিদের সম্পাদক ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইউএনও স্যার মোয়াজ্জেমকে এসি চালু করার অনুমতি দিয়েছেন। পরে আমিও তাঁকে বলে দিয়েছি, যেন এসিগুলো চালু রাখা হয়।’

গতকাল আসরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদের এসি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। মুসল্লিদের অভিযোগ, ইউএনওর নির্দেশে এসিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এ নিয়ে আজকের পত্রিকা অনলাইনে ‘মসজিদের এসি বন্ধের নির্দেশ ইউএনওর, মুসল্লিদের বিক্ষোভ’ শিরোনামে একটি প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মসজিদের মুসল্লি সোহেল মাহমুদ খান ও নজরুল ইসলাম বলেন, ‘জোহরের নামাজের সময় আমরা মসজিদে এসি পেয়েছি। কোন শর্ত ছাড়াই এসি পেয়েছি। এতে আমরা আনন্দিত।’

এ বিষয়ে কথা বলতে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক