সিরাজগঞ্জের তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রাজ্জাক পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর বাজারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আব্দুর রাজ্জাক খালকুলা বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোরগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় ওহী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।