হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভাঙা ব্রিজ থেকে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে একটি ভাঙা পরিত্যক্ত বেইলি ব্রিজ থেকে পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম সাহেব আলী (৫০)। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মাঙ্গন আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আমরা সোয়া ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করি। এরপর তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এটা একটা পুরোনো বেইলি ব্রিজ। এর পাশ দিয়েই নতুন রাস্তা ও ব্রিজ তৈরি হয়েছে। ফলে এটা এখন পরিত্যক্ত, যার ফলে এটার মাঝখানের পাটাতনও খোলা। ওই ব্যক্তি রাতের অন্ধকারে বুঝতে না পেরে ওই দিক দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ গভীর নোংরা পানিতে পড়ে যান। পরে আমাদের খবর দেওয়া হয়।’ 

সিরাজগঞ্জ সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩