প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারী ৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বেলকুচি-কামারখন্দ আঞ্চলিক সড়কের তামাই কুঠিপাড়া এলাকা থেকে এ চাল উদ্ধার করা হয়।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, তামাই কুঠিপাড়া আঞ্চলিক সড়কের ওপর পরে থাকা অবস্থায় ৯ বস্তা সরকারি চাল দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। চালগুলো বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
উদ্ধারের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, সহকারী উপ-খাদ্য পরির্দশক মনিরুল ইসলাম।