হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপের সন্দেহজনক লেনদেন, মামলার প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপসহ চারটি ই-কমার্স শপের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান নগদ। নাম প্রকাশে অনিচ্ছুক নগদের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এসব অ্যাকাউন্টের তথ্য একাধিক নিয়ন্ত্রণ সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে নগদ। 

 একই সঙ্গে সাময়িকভাবে অ্যাকাউন্টগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। নগদের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তবে কোন প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিনে কিছু সংখ্যক ‘নগদ’ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোয় অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অধিকতর পর্যালোচনা ও লেনদেনের ধরন পরীক্ষা করে কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অ্যাকাউন্টগুলোর তালিকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর কাছে হস্তান্তর করেছে নগদ। 

এ বিষয়ে নগদ এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল কাওসার সওকত আলী (অব.) বলেন, প্রযুক্তিগত সক্ষমতার কারণে নগদ এর প্ল্যাটফর্মে কোনো ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা দুরূহ। তা ছাড়া লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনার ফলে অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ যে অধিকতর সহজ হয়, এই ঘটনা তারই প্রমাণ। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩