হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত পুলিশসহ গ্রেপ্তার ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি   

ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার সাতজন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাসসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা পঞ্চগড়ের জমির খান (৩৯), ফরিদপুরের চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান (৪৪), ঢাকার মো. জহুরুল শেখ সুমন (৩৩) ও মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুরের মীর সোহেল হোসেন (২৬), যশোরের মো. রাজু (৩১) ও গোপালগঞ্জের আইয়ুব মোল্লা (৫২)।

র‍্যাব জানায়, শুক্রবার ভোররাতে র‍্যাব-১২-এর সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। তল্লাশি চলাকালে একটি হাইস মাইক্রোবাস র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে আটক করেন। আসামিরা প্রত্যেকেই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

পরে মাইক্রোবাসে থাকা চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান র‍্যাবকে জানান, তাঁরা পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাকস্যুট জ্যাকেট পরিধান করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলেন।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩