সিরাজগঞ্জের সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাকচালক ও সহযোগীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুলের আঁখি যমুনা হোটেলের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার বাঘমারা থানার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ট্রাকচালক কামরুল হাসান মিন্টু (২৮) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সহযোগী আব্দুল্লাহ আল মাহিদ (১৭)।
হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঢাকা থেকে নিষিদ্ধ পলিথিনবাহী একটি ট্রাক রাজশাহীতে যাবে এমন সংবাদ পাই। হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করি। এ সময় একটি ট্রাককে সিগন্যাল দিয়ে আটক করা হয়।
ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তার গাড়িতে আনুমানিক পাঁচ টন পলিথিন রয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক থেকে পলিথিন উদ্ধার করি এবং ট্রাকচালক ও সহযোগীকে থানায় নিয়ে আসি। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।