সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ অভিযান পরিচালনা করেন।
ওই ব্যক্তিরা হলেন, নেত্রকোনা সদর থানার টেংগা গ্রামের মতি মিয়ার ছেলে ফারুক হোসেন (৪২) ও কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের শাহ আলমের ছেলে রিয়াদ হোসেন (২৯)।
এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, উপজেলার মেঘুল্লা এলাকায় যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনকে জরিমানা করা হয়েছে। প্রত্যেককে ৬০ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।