সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে নির্বাচনী প্রচারণার সময় মোহাম্মদ আলী (৫৫) নামে এক ইউপি মেম্বার প্রার্থী মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার বাঐতারা গ্রামে এ ঘটনা ঘটে।
চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গণসংযোগ করছিলেন ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ আলী। কথা বলার একপর্যায়ে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে সমর্থকেরা হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিরাজগঞ্জ সদর থানার এএসআই শাহীনুর রহমান বলেন, মোহাম্মদ আলীর মৃত্যু খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট করেছি। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।