প্রতিনিধি
বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়ায় অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত স্কুলছাত্রীর নাম শারমিন খাতুন (১২)। সে ওই গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে এবং স্থানীয় হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, সোমবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে শারমিন ও তাঁর বোনের মধ্যে ঝগড়া হয়। এতে ছোট বোনের ওপর অভিমান করে বড় বোন শারমিন বিকেলে সবার অগোচরে নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।