হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি (৪৫) গুরুতর আহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জামাদিও উদ্ধার করেছে। 

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শনিবার সকালে সদর উপজেলার কানগাঁতি এলাকায় ট্রান্সফরমারের নিচে এক যুবকের মরদেহ ও অপর এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চুরি করা ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করা হয়। 

এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে, মাঠের মধ্যে ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত একজন যুবকের মৃত্যু হয়েছে এবং অপরজন আহত হয়েছেন। 

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক